বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন আওয়ামীলীগের চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে নগরীতে জাকির খান অনুসারীদের বিক্ষোভ গাজায় নারী-শিশুসহ নৃশংস হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মহিলা পরিষদ’র মানববন্ধন  ফতুল্লায় আওয়ামী লীগের তিন কর্মীকে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ পুলিশ আরসা প্রধান ও ৫ সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ সিদ্ধিরগঞ্জে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার, ১৬ কেজি গাঁজা উদ্ধার ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে না’গঞ্জ জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ ইসলামী ছাত্র আন্দোলন সরকারি তোলারাম কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন রুপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী’র যাবজ্জীবন কারাদণ্ড

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকীতে না’গঞ্জ জেলা আওয়ামী লীগের দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৩৭ 🪪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত।

মঙ্গলবার (৮ই আগষ্ট) বিকেল ৪টায় নগরীর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, আবু হাসনাত শহীদ মোঃ বাদল প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, কি অপরাধ ছিলো বঙ্গবন্ধুর, কি অপরাধ ছিলো তার পরিবারের, আজানের ঠিক আগ মুর্হুর্তে সেই মীরজাফররা বঙ্গবন্ধু সহ পরিবারের সদস্যদের হত্যা করা হলো।
বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু কাজ করেছিলেন, সেটা অনুধাবন করতে হবে। তারই কন্যা শেখ হাসিনা, যার কারনে দেশ আজ উন্নয়নের জোয়াড়ে ভাসছে।
তিনি আরও বলেন, ১৫ আগষ্ট যেভাবে সুন্দর মতে মিলাদ পরানো হয়, পৃথিবীর অন্যকোথাও এমন ভাবে মিলাদ পরিয়ে দোয়া করা হয় কিনা আমার জানা নাই। সুতরাং বোঝা যায় বাংলার মানুষ বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে কতটা ভালোবাসে।

সভাপতির বক্তব্যে ডাঃ আবু জাফর চৌধুরী বিরু বলেছেন, জাতীয় ও আর্ন্তজাতিক চক্রান্তের মাধ্যমে বঙ্গমাতাকে হত্যা করা হয়েছে। তিনি শহীদ হয়েছেন, তার দেহাবশেষ চলে গেছে কিন্তু কর্ম রেখে গেছেন। বঙ্গবন্ধুর অর্ধাঙ্গিনী হিসাবে বঙ্গবন্ধুর কর্মকান্ডে পাশে থেকে নানা ভূমিকা পালন করেছেন।
বঙ্গমাতা আপনার আমার অহংকার। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহ্যসিক ভাষনের অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বীরুর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির মাদবর, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবু তাহের রানা, সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রমিক নেতা এস টি আলমগীর সরকার, সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার, যুবলীগ নেতা আশ্রাফ মামুন পাঠান , আওয়ামী লীগ নেতা শামসীর আহম্মেদ, এ্যাড. মোঃ স্বপন এ্যাড, জসিম উদ্দীন,জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সওদাগর, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সোনারগাঁও উপজেলা ছাত্র লীগের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, শ্রমিক নেতা মুজিবুর রহমান সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102