১৫ নং ওয়ার্ড আল জয়নাল মসজিদ থেকে শুরু হয়ে নয়ামাটি,করিম মার্কেট, মন্ডলপাড়া, ডি আই টি হয়ে দুই নাম্বার রেলগেট এসে গণসংযোগটি শেষ হয়।এ সময় জনসাধারণের মাঝে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন বাংলাদেশর মানুষ গত ৫ আগষ্ট এর পরে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারীর হাত থেকে মুক্তি পেয়েছে। গত ১৬ বছর স্বৈরাচারী সরকার মানুষকে নানা ভাবে মিথ্যা মামলা দিয়ে জুলুম নির্যাতন করেছে। অসংখ্য আলেম-ওলামাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে, শাপলা চত্বরে রাতের আঁধারে হাজার হাজার আলেম উলামাকে অন্যায় ভাবে হত্যা করেছে, নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা, আমরা যারা জামায়াতে ইসলামী করি এতদিন আপনাদের মাঝে বলতে পারেনি, আমরা কি কাজ করি তাও বলতে পারিনি, এখন সত্য বলার সুযোগ হয়েছে । আমরা মূলত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার আন্দোলন করি। আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই, আর এই আন্দোলনের মাধ্যমেই সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব। অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। এসময় তিনি আরো বলেন ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, অন্যায়, জুলুম, নির্যাতন চাঁদাবাজি,দখলদারিত্ব,বন্ধ হবে। খেটে খাওয়া মানুষজন স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারবে।
যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাতে পারলে সমাজ উন্নত হবে,দেশ যথাযথ মর্যাদা পাবে।
নিজেদের ভালোর জন্য পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা করে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ যোগ্য ব্যক্তিকে যদি ক্ষমতায় বসাতে না পারি তাহলে পূর্বের ন্যায় আবারও আমরা কোন এক স্বৈরাচারীর পদতলে নিষ্পেষিত হব।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান, থানা সেক্রেটারি সারওয়ার ইসলাম খান, সহকারী সেক্রেটারি আবু রসায়েদ তমাল, থানা কর্মপরিষদ সদস্য খলিলুর রহমান, আব্দুল বাতেন, রমজান আলী মিধা, ১৫ নং ওয়ার্ড সভাপতি আনিসুজ্জামান সহ শতাধিক জামায়াত নেতাকর্মী।