নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেকে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে আলীরটেক ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন দলে নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, “আওয়ামী লীগের সাবেক কোনো নেতাকর্মীকে বিএনপিতে অন্তর্ভুক্ত করা যাবে না। বিএনপির সদস্য হওয়া সহজ, কিন্তু যারা আওয়ামী লীগ করেছে তাদের জন্য সেটা কঠিন হবে।”
তিনি আরও বলেন, “যারা আওয়ামী লীগ করত, তারা একবার বিএনপির সদস্য হতে পারলে সামনে এসে বসতে চাইবে। তাই আবেগের বশবর্তী হয়ে কাউকে সদস্য করবেন না। পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ছাড়া নতুন সদস্য করা যাবে না।”
অ্যাডভোকেট সাখাওয়াত জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী এই সদস্য সংগ্রহ অভিযান চলছে। আলীরটেকে এই কার্যক্রম তারই ধারাবাহিকতা। তিনি বলেন, “যারা ২০১৪ সালে সদস্য হয়েছেন, তারা আগের ফরম দেখালেই সদস্যপদ নবায়ন করতে পারবেন। তবে নতুনদের ক্ষেত্রে ইউনিয়ন বিএনপির নির্ধারিত পাঁচজন নেতা যাচাই-বাছাই করে সদস্য করবেন। কেউ স্বজনপ্রীতি করে আওয়ামী লীগের দোসরদের সদস্য করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে। একটি ভোটও যেন নষ্ট না হয়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।” তিনি মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করে বলেন, “ইতোমধ্যে চিল ও হায়নারা বসন্তের কোকিল সেজে বিএনপির মনোনয়ন নিতে তৎপর হয়েছে, অথচ বিগত ১৬ বছর তাদের রাজপথে দেখা যায়নি। দলের নির্ধারিত তিনটি ক্যাটাগরি মেনেই যোগ্যদের মনোনয়ন দেওয়া হবে।”
আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিন শিপলু, মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চল, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন এবং আলীরটেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম জুলহাস, সহ-সভাপতি জামাল সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সরকার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সদস্য আব্দুল মজিদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।