নারায়ণগঞ্জের ক্রীড়া ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ, দক্ষ সংগঠক ও সাবেক ক্রীড়াবিদ মোঃ ফরিদ উদ্দিন আহম্মেদ রিপন ভোলা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
তিনি নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া ইউনিয়নের সাবেক কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আফতাব উদ্দিন আহম্মেদের ছোট ছেলে। তার মৃত্যুতে গলাচিপা কলেজ রোড এলাকাসহ পুরো নগরীর ক্রীড়া ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বুধবার বাদ আসর গলাচিপা জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব এবং এলাকাবাসীসহ হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে তাকে মাসদাইর নাসিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য যে, প্রয়াত ফরিদ উদ্দিন আহম্মেদ ভোলা কৈশোর থেকেই ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি নারায়ণগঞ্জের দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে গোলরক্ষক হিসেবে দীর্ঘদিন খেলেছেন এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। ফুটবলের পাশাপাশি তিনি ‘আনন্দধাম’ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। কোনো রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন, যা তাকে সর্বমহলে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। তার এই অকাল প্রয়াণ নগরীর সামাজিক ও ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল।