মেলাটি পৃষ্ঠপোষকতা ও প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফয়ার অ্যাসিয়েশনের উদ্যোক্তা আতিকুর রহমান রুমন বলেন, প্রাণীপ্রেমী সংগঠনগুলোকে এক ছাদের নিচে আনতেই তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ধরনের আয়োজন প্রাণীদের নিরাপত্তায় জনসচেতনতা বাড়াবে।
মেলায় অংশগ্রহণকারীরা বলছেন, প্রাণীদের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে ও ডিভাইসের প্রতি আসক্তি কমাতে এমন উদ্যোগ প্রশংসনীয়।
আয়োজনে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন বলেন, আগে জানতাম তারেক রহমান তারুণ্যের প্রতীক, যুবসমাজের আইডল ও অভিভাবক এখন নতুন করে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের অভিভাবক। এমন মহোতি উদ্যোগের জন্য তারেক রহমান কে ধন্যবাদ জানাই
দর্শনার্থীদের মতে, প্রাণীদের প্রতি জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। প্রাণীর সঠিক যত্ন ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রাণীর জীবনধারা ও অভ্যাস সম্পর্কে জানা, তাদের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখতে পারে