“আমাদের নগর আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো”— এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নগর ভাবনা’র উদ্যোগে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ৭:৩০ মিনিটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের জিমখানা-জল্লারপাড় লেক এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য, ‘নগর ভাবনা’র আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।
উদ্বোধনী বক্তব্যে অসিত বরণ বিশ্বাস বলেন, “এই নগর আমাদের সবার, এই নগরের লেক, পার্ক— সবই আমাদের। তাই নগরের পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে এবং জনসচেতনতা তৈরি করার মাধ্যমেই একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “সরকারি সম্পত্তি মানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তার মালিক, এই ধারণা ঠিক নয়। সরকারি সকল সম্পত্তির প্রকৃত মালিক জনগণ।”
এ সময় লেকের পানিতে বালিশ ও তোশক ভাসতে দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “একজন মানুষ চরম দায়িত্বহীন হলেই কেবল লেকের মধ্যে বালিশ ও তোশক ফেলতে পারে।” তিনি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
উক্ত পরিচ্ছন্নতা অভিযানে আরও অংশ নেন সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, যাদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট মাজহারুল হক রাজন, কাজী মাহবুবুল আলম জয়, মো. শাহাদাত হাসান সিমন, নিগার সুলতানা পলি, ডাক্তার রফিকুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. লিলু মিয়া, গোপাল ঘোষ, আবুল কালাম সাদিকা, রমেন্দ্র সরকার, অজয় বিশ্বাস রিপন, তুলসী কুন্ডু, মুন্নি সরদার, মো. শাহজাহানসহ বিভিন্ন এলাকার সদস্যরা।