বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর গণসংযোগ  গোপালগঞ্জে এনসিপি’র উপর হামলার প্রতিবাদে সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ গাছ শুধু রোপন করলেই হবে না এটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হবে – মাওলানা আবদুল জব্বার সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যার ২৪ ঘন্টার মধ্যে দুই ছেলকে গ্রেপ্তার করলো র‍্যাব বিগত ছয় মাসে না’গঞ্জের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরলেন ডিসি দুই শহীদ পরিবারের খোজঁ নিলেন জামায়াত নেতা মাওলানা আবদুল জব্বার ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগে মোবাইল কোর্ট অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা যারা কটুক্তি করেন তারা সাবধান হয়ে যান : এড.টিপু কাশীপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ ইউএনও এর উদ্যোগে নবজাতকের নামে বৃক্ষরোপণ

মুক্তিযুদ্ধের প্রজন্ম দলে ‘অনুপ্রবেশকারী’দের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জি. এম. সাদরিলের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১৭ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলে ‘আওয়ামী দোসর’দের অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি জি. এম. সাদরিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ইতোমধ্যে একটি ওয়ার্ড কমিটি বাতিল এবং একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

জি. এম. সাদরিল তাঁর পোস্টে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একটি নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। কিন্তু এই ক্রান্তিকালে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটিতে কিছু ‘আওয়ামী দোসর’ অনুপ্রবেশের চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, এই অনুপ্রবেশকারীরা তাঁর সাথে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করাসহ বিভিন্ন অনৈতিক কাজে ব্যবহার করে দলের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করছে।

এই ধরনের কার্যকলাপকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তিনি জানান, দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ইতোমধ্যে ৬ নং ওয়ার্ড কমিটি বাতিল করা হয়েছে। একইসাথে, দলীয় নিয়মশৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে থানা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাদরিল বলেন, “এই কঠোর পদক্ষেপগুলি প্রমাণ করে যে, দলীয় শৃঙ্খলার বিষয়ে আমরা বিন্দুমাত্র আপস করতে রাজি নই।”

কমিটি গঠনের দায়িত্বে থাকা নেতাদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে কমিটি তৈরির বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়।” তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে অভিযুক্তরা শুধু দল থেকেই বহিষ্কৃত হবেন না, তাঁর সাথেও সমস্ত ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন হবে।

পোস্টের শেষে তিনি সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে একটি আদর্শিক ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। জি. এম. সাদরিলের এই কঠোর বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং দলের শৃঙ্খলা রক্ষায় তাঁর এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102