১৭ জুন মঙ্গলবার দৈনিক অগ্রবাণী প্রতিদির পত্রিকার স্টাফ রিপোর্টার শাহরিয়ার প্রধান ইমনের মাতা মিনু বেগমের চেহলাম অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল ভোরে কবর জিয়ারত,বাদ জোহর গরীবভোজ ও বিশেষ দোয়া।
দোয়ানুষ্ঠানে অংশ নেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,সদস্য জিএম মজনু,ইকবাল হোসেন,দপ্তর সম্পাদক মেহেদি হাসান রিপন,সিনিয়র সাংবাদিক ফিরোজ খান,জিয়াবুর রহমান জিয়া,সোনিয়া আহমেদ,নন্দিত টেলিভিশনের বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া,ইমদাদুল হক মিলন,নাজমুল হক শাহিন,ল্যান্ড সার্ভেয়ার এইচ এম সেলিম,সমাজ সেবক মোহাম্মদ আলী,লিয়াকত আলী,আবুল হোসেন,বিএনপি নেতা দেলোয়ার হোসেন প্রধান,জাকির হোসেন প্রধান, রওজাতুল উলুম মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে দোয়া পরিচালনা করেন পুনাইনগর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আসমতউল্লাহ।