নারায়ণগঞ্জের আড়াইহাজারের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ওরফে ‘ফেন্সি সোহেল’ এবং তার প্রধান সহযোগী ফজলুল হক ফজু’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। শুক্রবার (১৩ জুন ) ভোরে কুমিল্লা জেলার দাউদকান্দি থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, অপহরণ, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে এবং তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও ঢাকা ইন্ট উইংয়ের সহায়তায় কুমিল্লা জেলার দাউদকান্দি ব্রিজ টোল-প্লাজা এলাকায় একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক অনুসন্ধানের তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, সোহেল মেম্বার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে সে ৩ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর সে আরও বেপরোয়া হয়ে ওঠে এবং মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে এবং মাদকাসক্ত ও বিক্রেতা হিসেবে তার নাম হয় ‘ফেন্সি সোহেল’।
তার বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া এবং মাদক ব্যবসার বিরোধিতাকারীদের ওপর নির্মম নির্যাতনের অভিযোগ রয়েছে। তার পুরো পরিবারও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে র্যাব। গ্রেফতারকৃত ফজলুল হক ফজু তার একান্ত সহযোগী হিসেবে কাজ করতো। তাদের সন্ত্রাসী কার্যকলাপে এলাকাবাসী ভীতসন্ত্রস্ত ছিল।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সোহেল মেম্বারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, অপহরণ, মাদক, চুরিসহ ১৪-১৫টি মামলা রয়েছে। তার সহযোগী ফজুর বিরুদ্ধেও সন্ত্রাসী, অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে ৪-৫টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।