নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুপুর ইউনিয়নের পশ্চিম নন্দলালপুর, পিলকুনি, নন্দলালপুর বড়তলা ও জালকুড়ি এলাকার জনগণ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারের দাবিতে তারা জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের অভিযোগ, এসব এলাকায় একাধিক খাল রয়েছে যেগুলো বিগত কয়েক বছর ধরে সংস্কার কিংবা পরিষ্কার না হওয়ায় খালগুলো এখন আবর্জনা, কাদামাটি ও দুষিত ময়লায় ভরাট হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের পথ না পেয়ে রাস্তাঘাট, এমনকি লোকজনের ঘরবাড়িতেও ঢুকে পড়ছে।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে বৃষ্টির সঙ্গে সঙ্গেই এসব খাল উপচে পড়ে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ জনগণের চলাফেরা চরমভাবে ব্যাহত হয়। ঘরে পানি ঢুকে নষ্ট হয় আসবাবপত্র, খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র। এছাড়া নোংরা পানির কারণে নানা রকম পানি বাহিত রোগ, চর্মরোগ ও ডেঙ্গুর আশঙ্কাও দিন দিন বেড়েই চলেছে।
পশ্চিম নন্দলালপুর এলাকার এক বাসিন্দা বলেন, “বৃষ্টি হলেই আতঙ্কে থাকতে হয়। রাস্তার পানি ঘরের ভেতর ঢুকে পড়ে। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারি না। অসুস্থ মানুষদের নিয়ে হাসপাতাল যাওয়াও কষ্টকর হয়ে পড়ে।”
অন্য এক বাসিন্দা বলেন, “খালগুলো পরিষ্কার না করায় এখন সেগুলো ড্রেনের থেকেও খারাপ অবস্থায় পৌঁছে গেছে। ময়লার গন্ধে টিকেই থাকা যায় না।”
এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এলাকাবাসী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম দ্রুত গ্রহণ করার দাবি জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে খুব দ্রুতই তাদের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান হবে।