উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ফতুল্লা – সিদ্ধিরগঞ্জ ৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা আবদুল জব্বার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারী জনাব আবু সাঈদ মুন্না, নারায়গঞ্জ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ আব্দুল করিম খান, ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারী মাওলানা আব্দুল করিম, থানা শ্রমিক কল্যান সভাপতি নুরুল আমিনসহ বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতা কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ ।