পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন শুক্রবার ৬ জুন এক শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মাহাবুব হোসেন বলেন, “ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এই ঈদ আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের যে মানসিকতা আমরা অর্জন করি, তা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়। আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই।”
এছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। একইসাথে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
পরিশেষে তিনি আবারও সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে আমি দেশ ও জাতির মঙ্গল কামনা করছি।”