বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে সৌদি আরবে যেদিন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে, সেদিনই নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদ উদযাপন করেছেন জাহাগিরিয়া তরিকার অনুসারীরা।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত হযরত শাহ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসা মাঠে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন।
এই জামাতে অংশ নিতে শুধু নারায়ণগঞ্জ নয়, দূর-দূরান্ত থেকেও শত শত ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন। গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভারের পাশাপাশি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকেও বহু মুসল্লি আসেন।
নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের অংশ হিসেবে কোরবানির পশু জবাই করেন।
উল্লেখ্য, জাহাগিরিয়া তরিকার অনুসারীরা প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকেন।