ত্যাগের মহিমায় উদ্ভাসিত মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের দ্বারপ্রান্তে দেশ। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায়ের মাধ্যমে উৎসবের সূচনা করবেন। এই মহাপর্বকে ঘিরে নারায়ণগঞ্জে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। জেলা প্রশাসন ও ঈদগাহ কমিটির যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ঈদের জামাতের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে।
এ বছর মুসল্লিদের সুবিধার্থে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে দুটি জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। অধিক সংখ্যক মুসল্লির অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির তত্ত্বাবধানে ইতোমধ্যে মাঠ প্রস্তুতির সকল কাজ শেষ হয়েছে। ঈদগাহে দৃষ্টিনন্দন প্যান্ডেল নির্মাণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। মুসল্লিদের জন্য ওজুর ব্যবস্থাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এই বিশাল আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তাঁর নির্দেশনায় ঈদের জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ ময়দান, এর আশপাশের এলাকা এবং প্রবেশপথগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে আরও জানা গেছে, মুসল্লিদের ঈদগাহে আসা-যাওয়া নির্বিঘ্ন করতে সংলগ্ন সড়কগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। যানজট এড়িয়ে মুসল্লিরা যেন সময়মতো জামাতে অংশ নিতে পারেন, সেদিকে ট্রাফিক বিভাগকে বিশেষ নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, একটি উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহার জামাত আয়োজনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং ঈদগাহ কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।