বৃহস্পতিবার ৪ জুন এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
বার্তায় ইসমাঈল হোসেন কাউছার বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবে আমি দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি। পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
শুভেচ্ছা বার্তায় তিনি নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এই ঈদ সবার মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।