শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। এই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সকলের জীবন।”
তিনি আরও বলেন, “আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তাঁর সুস্থতা আমাদের সকলের কাম্য। পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন তাঁদের নেক হায়াত দান করেন।”
দুলাল হোসেন দেশবাসী ও দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।