পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বস্তরের নেতা-কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মশিউর রহমান রনি। এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
বার্তায় মশিউর রহমান রনি বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ-শান্তি ও সমৃদ্ধি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের প্রতিটি মুহূর্ত।”
তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে আমি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। একইসঙ্গে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ প্রার্থনা করছি।”
মশিউর রহমান রনি দেশবাসী ও দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং সকলের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।