ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহম্মেদ,ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রাসেল বেপারী, মোঃ সুজন সম্রাট এবং বিএনপি নেতা মনির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করা হয়। পরে, জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিল শেষে এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। আয়োজক ফারুক হোসেন জানান, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আর্তমানবতার সেবায় ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।