শনিবার, ১৪ জুন ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে যারা তৈরি করেছিলো তারা আজ পলিয়েছে-মাওলানা মঈনুদ্দিন আহমাদ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ ফতুল্লার মাসদাইরের শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডল গ্রেফতার শম্ভুপুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন নাসিক ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ না’গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এনসিপির উদ্বেগ, কঠোর পদক্ষেপের দাবি কেন্দ্র থেকে নতুন সদস্যদের জন্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

এতিমদের দোকান দখল ও হামলার অভিযোগ: ইয়াসিন গংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪৪ 🪪

নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেটস্থ এস এম এম মালেহ সড়কে “মদিনা পেপার স্টোর” নামক একটি দোকান ইয়াসিন গং কর্তৃক জোরপূর্বক দখল এবং পরবর্তীতে প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দোকান মালিক সানজিদা আক্তারের ভাই জহির আহাম্মেদ সোহেল। সোমবার ২ জুন এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন এবং তার বোনের এতিম সন্তানদের সম্পত্তি রক্ষায় ও নিজেদের নিরাপত্তায় সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে সানজিদা আক্তারের ভাই সোহেল জানান, তার বোন সানজিদা আক্তার ২০০৬ সালে সাব-কবলা দলিল মূলে মদিনা পেপার স্টোরসহ বাড়িটি ক্রয় করেন। বোনের স্বামী মারা যাওয়ার পর তিনি তার দুই এতিম সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন। অভিযোগকারীর ভাষ্যমতে, আওয়ামী লীগ সন্ত্রাসী ইয়াসিন গং কোনো প্রকার বৈধ চুক্তিপত্র ছাড়াই স্বৈরাচারী প্রভাব খাটিয়ে দোকানটি জোরপূর্বক দখল করে নেয় এবং  আমার বোন এর বিরুদ্ধে একটি চিরস্থায়ী রায় নিয়ে নেয়। এই ঘটনার সংবাদ পূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আমার বোন সানজিদা আক্তার আদালতে আপিল করলে দেওয়ানী আপিল মোকদ্দমা নং ২৬৭/২২ মূলে গত ১৭/১০/২০২৪ ইং তারিখে আদালত তার পক্ষে রায় প্রদান করেন। ইয়াসিন গং এই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন মামলা দায়ের করলে, আমার বোন মহামান্য আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন জানান। আদালত ইয়াসিন গংয়ের দায়ের করা রিভিশন মামলার কার্যক্রমের ওপর ৮ (আট) সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রদান করেন।

অভিযোগকারী আরও জানান, স্থগিতাদেশের ফলে ইয়াসিন গংয়ের দখলে থাকার কোনো আইনগত ভিত্তি না থাকায় তিনি গত ২৫/০৫/২০২৫ ইং তারিখে তাদের দোকান ছেড়ে দিতে বলেন। তখন ইয়াসিন গং সাত দিনের সময় প্রার্থনা করে এবং এই সময়ের মধ্যে বিভিন্ন মহলে তদবির করেও কোনো সুবিধা করতে পারেনি।

পরিশেষে, ৩০/০৫/২০২৫ ইং তারিখে ইয়াসিন গং কতিপয় গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আমার বড় ভাইয়ের মিশনপাড়াস্থ অফিসে আসেন। সেখানে আলোচনার এক পর্যায়ে ইয়াসিন গং দোকান ছেড়ে দেওয়ার শর্ত হিসেবে ২৫ লক্ষ টাকা এবং মামলা পরিচালনার খরচ দাবি করে এবং তা পরিশোধ করলে দোকান ছেড়ে দেবে বলে জানায়। তখন তার বড় ভাই ৩১/০৫/২০২৫ ইং, শনিবার সকাল ১০টায় সকল বৈধ কাগজপত্রসহ উক্ত গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসার জন্য আসতে বলেন। কিন্তু নির্ধারিত দিনে দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেও ইয়াসিন গংয়ের কেউ আসেনি।

এমতাবস্থায়, ০১/০৬/২০২৫ ইং, রবিবার আমি তিনজন বন্ধুসহ মদিনা পেপার স্টোরে গিয়ে ইয়াসিন গংয়ের কাছে না আসার কারণ জানতে চাইলে, সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে ইয়াসিন গং আশপাশের দোকান থেকে হাতুড়ি এবং দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। বাম হাত দিয়ে প্রতিহত করতে গেলে তিনি বাম হাতে আঘাতপ্রাপ্ত হন এবং পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন হলে তাকে ঔষধ ও এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সানজিদা আক্তারের ভাই সোহেল সাংবাদিকদের কাছে আকুল আবেদন জানান, যেন তার বোন ও এতিম ভাগ্নে-ভাগ্নিরা ইয়াসিন গংয়ের সন্ত্রাসী কার্যক্রম ও জোর-জবরদস্তি থেকে রক্ষা পায় এবং তারা তাদের বৈধ সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ করতে পারে। তিনি এই বিষয়ে যথাযথ আইনি প্রতিকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102