সংবাদ সম্মেলনে সানজিদা আক্তারের ভাই সোহেল জানান, তার বোন সানজিদা আক্তার ২০০৬ সালে সাব-কবলা দলিল মূলে মদিনা পেপার স্টোরসহ বাড়িটি ক্রয় করেন। বোনের স্বামী মারা যাওয়ার পর তিনি তার দুই এতিম সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন। অভিযোগকারীর ভাষ্যমতে, আওয়ামী লীগ সন্ত্রাসী ইয়াসিন গং কোনো প্রকার বৈধ চুক্তিপত্র ছাড়াই স্বৈরাচারী প্রভাব খাটিয়ে দোকানটি জোরপূর্বক দখল করে নেয় এবং আমার বোন এর বিরুদ্ধে একটি চিরস্থায়ী রায় নিয়ে নেয়। এই ঘটনার সংবাদ পূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আমার বোন সানজিদা আক্তার আদালতে আপিল করলে দেওয়ানী আপিল মোকদ্দমা নং ২৬৭/২২ মূলে গত ১৭/১০/২০২৪ ইং তারিখে আদালত তার পক্ষে রায় প্রদান করেন। ইয়াসিন গং এই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন মামলা দায়ের করলে, আমার বোন মহামান্য আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন জানান। আদালত ইয়াসিন গংয়ের দায়ের করা রিভিশন মামলার কার্যক্রমের ওপর ৮ (আট) সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রদান করেন।
অভিযোগকারী আরও জানান, স্থগিতাদেশের ফলে ইয়াসিন গংয়ের দখলে থাকার কোনো আইনগত ভিত্তি না থাকায় তিনি গত ২৫/০৫/২০২৫ ইং তারিখে তাদের দোকান ছেড়ে দিতে বলেন। তখন ইয়াসিন গং সাত দিনের সময় প্রার্থনা করে এবং এই সময়ের মধ্যে বিভিন্ন মহলে তদবির করেও কোনো সুবিধা করতে পারেনি।
পরিশেষে, ৩০/০৫/২০২৫ ইং তারিখে ইয়াসিন গং কতিপয় গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আমার বড় ভাইয়ের মিশনপাড়াস্থ অফিসে আসেন। সেখানে আলোচনার এক পর্যায়ে ইয়াসিন গং দোকান ছেড়ে দেওয়ার শর্ত হিসেবে ২৫ লক্ষ টাকা এবং মামলা পরিচালনার খরচ দাবি করে এবং তা পরিশোধ করলে দোকান ছেড়ে দেবে বলে জানায়। তখন তার বড় ভাই ৩১/০৫/২০২৫ ইং, শনিবার সকাল ১০টায় সকল বৈধ কাগজপত্রসহ উক্ত গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মীমাংসার জন্য আসতে বলেন। কিন্তু নির্ধারিত দিনে দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেও ইয়াসিন গংয়ের কেউ আসেনি।
এমতাবস্থায়, ০১/০৬/২০২৫ ইং, রবিবার আমি তিনজন বন্ধুসহ মদিনা পেপার স্টোরে গিয়ে ইয়াসিন গংয়ের কাছে না আসার কারণ জানতে চাইলে, সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে ইয়াসিন গং আশপাশের দোকান থেকে হাতুড়ি এবং দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। বাম হাত দিয়ে প্রতিহত করতে গেলে তিনি বাম হাতে আঘাতপ্রাপ্ত হন এবং পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন হলে তাকে ঔষধ ও এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সানজিদা আক্তারের ভাই সোহেল সাংবাদিকদের কাছে আকুল আবেদন জানান, যেন তার বোন ও এতিম ভাগ্নে-ভাগ্নিরা ইয়াসিন গংয়ের সন্ত্রাসী কার্যক্রম ও জোর-জবরদস্তি থেকে রক্ষা পায় এবং তারা তাদের বৈধ সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ করতে পারে। তিনি এই বিষয়ে যথাযথ আইনি প্রতিকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।