শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ না’গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এনসিপির উদ্বেগ, কঠোর পদক্ষেপের দাবি কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ‘ছাড়াতে গিয়ে’ সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবদল নেতার ভাইয়ের মৃত্যু ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গুলি: বিতর্কের জেরে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার বাবু শহরের কিল্লারপুলে ঝোপ থেকে মাথায় আঘাতসহ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারের দাবি এলাকাবাসীর বন্দরে শীর্ষ মাদক কারবারির বাড়িতে হানা, মাদক-অস্ত্রসহ মেয়ে ও ভাতিজা আটক

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদেরকে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : টিটু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৬ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে সৈরাচার হাসিনার পতনের পর ভেবেছিলাম দেশে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু এখন তা উল্টো দেখছি। বর্তমান সরকারের উপর আওয়ামী লীগের পেতাত্না ভর করেছে। আমরা সবাই মিলে জুলাই আন্দোলনে যুদ্ধ করেছি। সেই যুদ্ধে আমাদের অনেকে প্রান হারিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমরা সবাই একজোট ছিলাম। বর্তমান সরকারের কর্মকান্ডে আমাদের সরে আসতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদেরকে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। 
রোববার (১জুন) বিকেলে ফতুল্লার লালখাঁ এলাকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বাষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এদিকে ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ তৈয়বুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাৎ বাষিকী পালনে ১০১ ডেক খিচুরী রান্না মানুষের মাঝে বিতরণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। তৈয়বুর রহমানের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফতুল্লার লালখাঁ, রামারবাগ, কাঠেরপুল এলাকা সহ কয়েকটি এলাকা রান্না করা ১০১ ডেক খিচুরী শান্তিপূর্ণ ভাবে বিতরণ করা হয়েছে।
শহিদুল ইসলাম টিটু আরো বলেন, দেশের মাটিতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন নিয়ে তালবাহানা করছে। তাই সৈরাচার হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি আগামীতেও আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সাধারণ জনগনকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যেকোন সময় আমাদের নেতা তারেক রহমান চুড়ান্ত আন্দোলনের জন্য ঘোষণা দিতে পারেন। সেই আন্দোলন হবে আমাদের চুড়ান্ত আন্দোলন। গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিবে। বর্তমান সরকারকে বলতে চাই আমাদেরকে জনগন ভোট দিয়ে ক্ষমতায় বসায় নাই। আপনাদেরকে বসানো হয়েছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য। দীর্ঘ ১৫ টি বছর এ দেশের জনগন ভোট দেয়া থেকে বঞ্চিত রয়েছে।
টিটু আরো বলেন, শহিদ জিয়াউর রহমান এই দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গড়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর দেশ বিদেশি ষড়যন্ত্রের কারণে তাকে জীবন দিতে হয়েছে। জিয়াউর রহমান বেচে থাকলে আমাদের দেশ জাপান রাষ্ট্রের চেয়ে বেশি উন্নত হতো। আমাদের কাউকে টাকা খরচ করে চাকরির জন্য বিদেশে যেতে হতো না।
অনুষ্ঠানে উপস্থিত ফতুল্লার কুুতবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102