বক্তাবলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি শাহ আলমের পক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১২টায় বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব গোপালনগর এলিগ্যান্ট মডেল স্কুল সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী বাবুল ও হাবিবুর রহমান রিপন, সাবেক দপ্তর সম্পাদক বোরহান বেপারী এবং সাবেক সদস্য মাহমুদ হোসেন মেম্বার।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অসামান্য অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যাঁর হাত ধরে বাংলাদেশ আধুনিকতার পথে যাত্রা শুরু করেছিল।
অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মো. আলাউদ্দিন (৪নং ওয়ার্ড বিএনপি নেতা), মো. মহিউদ্দিন, আ. বাসেত (৬নং ওয়ার্ড বিএনপি নেতা), মো. আফজাল, মো. আমান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. শাহ আলী, মনির মেম্বার, মো. মোক্তার হোসেন, মো. নাসির, আসক আলী, মো. বাদশা, মো. খোকন, মো. আসলাম, মো. জাহাঙ্গীর মিয়া, মো. হালিম, মো. ফয়সাল, মো. নবী হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।