রবিবার, ১৫ জুন ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজার জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ। সন্ত্রাসী যেই দলেরই হউক তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে নাহলে পরিস্থিতি ভয়াবহ হবে- মাওলানা আবদুুল জব্বার বিএনপির প্রার্থী হওয়া নির্ভর করছে মানুষের চাওয়ার উপর: মাসুদুজ্জামান মাসুদ বিল্লাল হোসেন চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে যারা তৈরি করেছিলো তারা আজ পলিয়েছে-মাওলানা মঈনুদ্দিন আহমাদ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ ফতুল্লার মাসদাইরের শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডল গ্রেফতার শম্ভুপুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন নাসিক ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব

৬৮ ‘তে পা রাখলেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৮৬ 🪪

নারায়ণগঞ্জের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, দৈনিক ডান্ডিবার্তার প্রকাশক ও সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার, আলহাজ্ব হাবিবুর রহমান বাদল আজ (১ জুন) তাঁর ৬৮তম জন্মদিনে পদার্পণ করলেন। ১৯৫৭ সালের এই দিনে তিনি নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোডের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মরহুম মোঃ ফকির চাঁন মিয়া ও মরহুমা সাহারা খাতুনের জ্যেষ্ঠ পুত্র হাবিবুর রহমান বাদল গলাচিপা প্রাইমারী স্কুলে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। নারায়ণগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি পাসের পর ১৯৭৬ সালে ঢাকা কলেজে অধ্যয়নকালে তিনি খণ্ডকালীন সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। সে সময় ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তৎকালীন শিক্ষা উপদেষ্টাকে ঢাকা কলেজে প্রবেশে বাধা দেওয়ায় তিনি গ্রেফতারও হয়েছিলেন।

১৯৮৩ সালে দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়, পরবর্তীতে তিনি দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার পদে উন্নীত হন। দীর্ঘ ৪৬ বছরের সাংবাদিকতা জীবনে তিনি ৪৩ বছর ধরে দৈনিক ইত্তেফাকের সাথে যুক্ত আছেন।

হাবিবুর রহমান বাদল শুধু কলম সৈনিকই নন, তিনি একজন দক্ষ সংগঠকও। তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ এবং ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৮ ও ২০১১ সালে একাধিকবার ক্লাবের সভাপতি নির্বাচিত হন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের বর্তমান বহুতল ভবন নির্মাণ কমিটির সদস্য সচিব হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৯৬ সালে তাঁর সম্পাদনায় নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত প্রথম দৈনিক ‘শীতলক্ষ্যা’ আত্মপ্রকাশ করে। পরবর্তীতে ২০০৩ সালের ১ জানুয়ারি তাঁর সম্পাদনা ও প্রকাশনায় ‘দৈনিক ডান্ডিবার্তা’ পথচলা শুরু করে, যা স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তিনি নারায়ণগঞ্জ নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি।

হাবিবুর রহমান বাদল তাঁর সাংবাদিকতা জীবনে সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর ক্ষুরধার লেখনী সমাজের অসঙ্গতি তুলে ধরতে সর্বদা সচেষ্ট। এই আপোষহীনতার কারণে তাঁকে বিভিন্ন সময়ে হামলা-মামলার শিকার হতে হয়েছে, কিন্তু কোনো রক্তচক্ষু বা পেশিশক্তি তাঁর কলমকে স্তব্ধ করতে পারেনি। নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

ব্যক্তিগত জীবনে হাবিবুর রহমান বাদল তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তাঁর জন্মদিনে দৈনিক ডান্ডিবার্তা পরিবারের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক তাপস সাহা, দৈনিক ডান্ডিবার্তার বার্তা সম্পাদক নাসির উদ্দিন, সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদুল হাসান কচি, বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম, নারী বার্তা সম্পাদিকা শিরিনা আক্তার রীনা সহ শুভানুধ্যায়ীরা তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, হাবিবুর রহমান বাদল তাঁর লেখনীর মাধ্যমে সত্য ও ন্যায়ের পথে আরও বহু বছর আলো ছড়িয়ে যাবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102