সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের কাশিপুরে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে কাশিপুর ঢালী বাড়ি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক মো: আরিফুল ইসলাম টিটু ঢালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক মো: আরাফাত আলম জিতু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা কায়েস আহম্মেদ পল্লব, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আমান খাঁন এবং ফতুল্লা থানা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো: আরাফাত আলম জিতু বলেন, “গত ১৬ বছর ধরে সাবেক ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করার চেষ্টা করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে যদি শীর্ষ কয়েকজন নেতার মূল্যায়ন করতে হয়, তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সবার আগে আসবে।” তিনি আরও বলেন, “৭ই মার্চের ভাষণে স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা না আসায় এবং ২৫শে মার্চের কালরাতে গণহত্যার পর যখন জাতি দিশেহারা, তখন ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়ার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা ভেসে আসে, যা জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে।”
সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম ঢালী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি। আমরা সামাজিক ও সেবামূলক কাজের মাধ্যমে দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা সন্ত্রাস ও নৈরাজ্য পছন্দ করি না এবং ক্ষমতায় এলে জনগণের সেবক হিসেবে কাজ করব।” তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কাশিপুর গোয়ালবন্দস্থ গাউসিয়া খুলিলিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়সাল মাহমুদ আপেল। দোয়া শেষে উপস্থিত গরীব ও অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শাহাজাদা মাদবর, অলি উল্লাহ, রাজীব, মোমিন, শিপলু, সোহেল এবং কাশীপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কাশীপুর ইউনিয়ন নেতা আলমগীর হোসেন প্রমুখ।