সকাল ৯টায় নগরীর মিশনপাড়া থেকে এই কার্যক্রম শুরু হয়। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু গাড়িবহর নিয়ে নগরীর ১৮, ১৭, ১৬, ১৫, ১৪, ১৩, ১২ ও ১১ নং ওয়ার্ডে নেতাকর্মীদের আয়োজনে খিচুড়ি বিতরণ কর্মসূচিতে অংশ নেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দেন।
পরে মিশনপাড়াস্থ হোসিয়ারি সমিতির ভবনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে জিয়াউর রহমানের জীবনীর ওপর বইয়ের একটি স্টল উদ্বোধন করা হয়। এরপর শহীদ জিয়ার আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।
এ সময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “শহীদ জিয়াউর রহমান আমাদের জন্য রেখে গেছেন উন্নয়নের রাজনীতি, জাতীয়তাবাদ এবং দেশের মেহনতি মানুষের প্রতি ভালোবাসা। তাঁর সততা, দেশপ্রেম ও নৈতিকতাকে বুকে ধারণ করে আমাদের অঙ্গীকার হবে শহীদ রাষ্ট্রপতির মতো সৎ হয়ে দেশ গড়ার। যারা বিএনপি করি, তারা সবাই জিয়ার আদর্শ বুকে ধারণ করেই রাজনীতি করব। আজকের এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে যারা কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু শহীদ জিয়াকে ‘স্বাধীনতার ঘোষক’ ও ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’ হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করে বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। শহীদ জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ আজ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হতো। আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করব।”
দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দর এলাকার ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ এবং ২৭ নং ওয়ার্ডে নেতাকর্মীদের আয়োজনে খিচুড়ি বিতরণ কর্মসূচি অব্যাহত থাকে। মহানগর বিএনপির নেতাকর্মীরা নিষ্ঠার সাথে এই কর্মসূচি সফল করেন।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও দিনব্যাপী এই কর্মসূচি পালনের মাধ্যমে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।