শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন বিএনপি’র ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে নেওয়াজ (তাবারক) বিতরণের আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ মে ) সকালে ইউনিয়নের ধর্মগঞ্জ এলাকার মাওলা বাজারে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. কাইয়ুম মন্ডল এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, কোষাধ্যক্ষ সায়েম মন্ডল, সহ-সভাপতি শাহাবুদ্দিন বীর ও মো. বাবুল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদল নেতা মুরাদ হাসান বীর, ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোতালেব মন্ডল, সহ-প্রচার সম্পাদক লিটন মল্লিক, এনায়েতনগর ইউনিয়ন যুবদল তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন, বিএনপি নেতা মো. হেলাল, মো. জহির, মো. মিঠু, আফসারসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি এনায়েতনগর ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও, ফতুল্লা থানার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম নুরুল ইসলাম ও ইলিয়াস মল্লিকের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফাইজুল্লাহ।