রাজধানীর স্বনামধন্য তেজগাঁও কলেজে এই জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তার উপস্থিতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের মধ্যে একক নৃত্যে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেন পুস্পিতা সাহা। এই কৃতিত্বের ফলে তিনি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন, যা কলেজের জন্য একটি বিশেষ সম্মান।
এছাড়াও, রবীন্দ্রসংগীত বিভাগে হুমাইয়া জাহান ছোঁয়া তার সুরেলা কণ্ঠের জাদুতে বিচারকদের মুগ্ধ করে দ্বিতীয় স্থান অর্জন করেন। লোকসংগীতের আসরে উজ্জ্বল রায় পার্থ তার দরাজ গলায় মাটির গান পরিবেশন করে দ্বিতীয় স্থান লাভ করেন, যা লোকসংগীতের প্রতি কলেজের শিক্ষার্থীদের অনুরাগের প্রতিফলন।
দলীয় পরিবেশনাতেও পিছিয়ে ছিলেন না নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা। সৃজনশীল দলীয় নৃত্যে পুস্পিতা সাহা ও তার দল মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে তৃতীয় স্থান অর্জন করে কলেজের সাফল্যের পালকে আরও একটি রঙিন পালক যুক্ত করে।
নারায়ণগঞ্জ কলেজের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে, একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাতেও কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজয়ীদের এই কৃতিত্ব কলেজের অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং জাতীয় পর্যায়ে পুস্পিতার সাফল্য কামনা করছে কলেজ কর্তৃপক্ষসহ সকলে।