এ উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আলহাজ্ব বদিউজ্জামাল বদু বলেন, “বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অসামান্য নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের পুনঃযাত্রা শুরু হয়েছিল। তিনি ছিলেন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক নেতা, যাঁর হাত ধরে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের পথে এগিয়ে গিয়েছিল।”
তিনি আরও বলেন, “একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছিলেন। তাঁর কর্মসূচিগুলো ছিল দেশের সার্বিক উন্নয়নের এক যুগান্তকারী পদক্ষেপ। শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
আলহাজ্ব বদিউজ্জামাল বদু এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁর প্রদর্শিত পথে অগ্রসর হয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর।”
হোসিয়ারী শিল্পের পক্ষ থেকে তিনি এই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং দেশবাসীকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাতবরণ করেন। তাঁর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।