“মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে করো জয়” – এই উদ্দীপনামূলক স্লোগানকে হৃদয়ে ধারণ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজ শাখার উদ্যোগে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী ১৪৩২ সাড়ম্বরে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় কলেজের পদ্মা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, মননশীল আলোচনাসভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজের সংগঠক ইফতি আহাম্মেদ জিহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক বদরুন্নাহার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা মুক্তা বাড়ৈ, সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলতানা আক্তার এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনার ওপর বিশেষভাবে আলোকপাত করেন। তাঁরা বলেন, বর্তমান সংকটময় সময়ে তরুণ প্রজন্মকে এই দুই মণীষীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজ প্রগতির পথে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের মনন বিকাশে সাংস্কৃতিক চর্চার অপরিহার্যতা তুলে ধরে তাঁরা আরও বলেন, সুস্থ ও নিয়মিত সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও, নেতৃবৃন্দ আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে মোট বরাদ্দের অন্তত ১ শতাংশর জন্য জোর দাবি জানান। তাঁরা উদ্বেগ প্রকাশ করে বলেন, সংস্কৃতি খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় দেশের সাংস্কৃতিক অঙ্গন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না এবং এর বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
আলোচনাসভার পর রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন আবৃত্তি, সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে, শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে, যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।