সিরাজগঞ্জে কর্মরত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত নুর ইসলামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার সন্ধ্যায় র্যাব-১২ এবং র্যাব-১১-এর একটি যৌথ দল নারায়ণগঞ্জের দেওভোগ বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে একদল ডাকাতের অতর্কিত হামলায় গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে গত ২৭ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই মর্মান্তিক ঘটনাটি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং পুলিশ বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে আসে।
কনস্টেবল রফিকুল ইসলাম হত্যার পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ডাকাত দলকে শনাক্ত ও প্রধান আসামিকে গ্রেপ্তারের জন্য ব্যাপক অনুসন্ধান চালাতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস দল সোমবার সন্ধ্যায় সফল অভিযান পরিচালনা করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত নুর ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। এই গ্রেপ্তারের ফলে পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে র্যাব।
এই ঘটনাটি আন্তঃজেলা ডাকাত দলের ক্রমবর্ধমান সক্রিয়তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর তাদের হিংস্র হামলার একটি গুরুতর দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। র্যাবের এই সাফল্য জনমনে কিছুটা স্বস্তি এনেছে এবং অপরাধ দমনে তাদের কার্যকর ভূমিকার প্রতি আস্থা আরও দৃঢ় করেছে।