শনিবার, ১৪ জুন ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে যারা তৈরি করেছিলো তারা আজ পলিয়েছে-মাওলানা মঈনুদ্দিন আহমাদ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ ফতুল্লার মাসদাইরের শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডল গ্রেফতার শম্ভুপুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন নাসিক ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ না’গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এনসিপির উদ্বেগ, কঠোর পদক্ষেপের দাবি কেন্দ্র থেকে নতুন সদস্যদের জন্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

স্ত্রীর প্ররোচনায় ভাইয়ের সম্পত্তি দখল: বক্তাবলীতে মানবেতর জীবন কাটাচ্ছে শরীফের পরিবার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪২২ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে লোভী স্ত্রীর প্ররোচনায় বাবার সম্পদ থেকে ছোট ভাই বোনকে বঞ্চিত করার পায়তারা চালাচ্ছে বড় ভাই মাসুদ। সে সমাজ ও আইনকে তোয়াক্কা না করে পিতার নগদ কোটি টাকা গ্রাস করে নিজের কব্জায় রেখেছে। পিতার সম্পদের রেখে যাওয়া কোটি টাকা দিয়ে মাসুদ বিলাসিতা জীবন কাটাচ্ছে। আর পিতার রেখে যাওয়া নগদ কোটি টাকা থাকা সত্বেও ছোট ভাই শরীফ হোসেন ঋনে জর্জরিত হয়ে এবং অভাবের কারণে স্ত্রী সন্তান নিয়ে মানবতা জীবন যাপন করছে। 
এদিকে পিতার রেখে যাওয়া নগদ কয়েক কোটি টাকার মধ্যে ছোট ভাই শরীফ অর্ধেক এবং বোন মেরী ভাগ পাওয়ার কথা থাকলেও সেই টাকা আত্মসাত করার উদ্দেশ্যে বড় ভাই মাসুদ তা বুজে দিচ্ছে না। শরীফ ও মেরী তাদের হিশ্যা বুজে পেতে বড় ভাই মাসুদ সহ তার স্ত্রী তাহমিনা আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করা সহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে। শরীফের মানবতার জীবন যাপন স্থানীয় লোকজন ভাই-বোনের  পাপ্য বুজিয়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে মাসুদ কোন কর্ণপাত করছে না। মাসুদ তার স্ত্রীর প্ররোচনা ও তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীর কুপরামর্শে কোন কিছুকে পরোয়া করছে না। তবে পিতার হিশ্যা বুজে পেতে শরীফ যেকোন সময় বিকল্প পথ বেছে নিতে পারে বলে শরীফের ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জানা গেছে।
এদিকে পিতার রেখে যাওয়া সম্পত্তি সহ দুটি ইট ভাটার ব্যবসার মূল ধন সহ কয়েক বছরের লাভের অংশের টাকা ছোট ভাই-বোনকে বঞ্চিত করে মাসুদ আত্মসাতের অপচেষ্টা করছে। নগদ টাকার গরমে মাসুদ সমাজ ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। মাসুদের এমন কর্মকান্ডের কারণে মাসুদকে ধিক্কার দিচ্ছে তাদের আত্মীয়স্বজন সহ এলাকাবাসী।
এদিকে শরীফ অভিযোগ করেন তাদের পিতার রেখে যাওয়া দুটি ইটভাটার মূলধন সহ লাভের অংশের টাকা এবং বাড়িতে থাকা সিন্ধুকের ভিতরে থাকা কয়েক লাখ টাকা কাউকে না জানিয়ে পিতার মৃত্যুর পর স্ত্রীর কথা মত সিন্ধুকের তালা খুলে সেই টাকাও হাতিয়ে নেয়। অথচ তার বড় ভাই ছাড়াও আরেক ভাই বোন থাকা সত্বেও সব কিছু একাই গ্রাস করে নেয়। পিতার রেখে যাওয়া টাকার ভাগ সকল ওয়ারিশরা সমান ভাগ পাওয়ার কথা রয়েছে।
শরীফের দায়েরকৃত মামলার সূত্রে জানা গেছে, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার হাফেজ আব্দুল হামিদ মিয়ার ২ ছেলে মাসুদ, শরীফ এক মেয়ে মুসলিমা আক্তার মেরীকে রেখে গত ২০২৩ সালের ১১ আগস্ট মৃত্যু বরণ করেন। আব্দুল হামিদ মিয়া মৃত্যুরকালে ২ টি ইট ভাটা সহ নগদ টাকা পয়সা ও সম্পদ রেখে যায়। ইট ভাটার একটা ৫০% এবং আরেকটা ২৯% শেয়ার রয়েছে। হামিদ মিয়ার ইটভাটার ব্যবসার লাভের টাকা একাই ভোগ করছে বড় ছেলে মাসুদ। ব্যবসার লাভের টাকার ভাগ থেকে ছোট ছেলে শরীফ ও মেয়ে মেরীকে বঞ্চিত করে রেখেছে। পিতার মৃত্যুর পর ওয়ারিশ হিসাবে সকল সন্তানরা সমান ভাগ পাওয়ার কথা থাকলেও মাসুদ একাই নগদ টাকা সহ কোটি টাকার সম্পদ আত্মসাত করার পায়তারা চালাচ্ছে। পরে শরীফ তার বড় ভাই মাসুদের কাছে ব্যবসার আয়ের অংশ সহ সকল পাওনা সমান বন্টনের কথা বলার পর হত্যার উদ্দেশ্যে মারধর করে। এমনকি ব্যবসার লাভের অংশ দাবি করলে শরীফের শিশু সন্তান সহ গর্ভবতী স্ত্রীকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দেয়া হয়।
মাসুদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও সে কোন সাংবাদিকের সাথে কথা বলবে না মাসুদ এমনটাই তার ঘনিষ্ঠ লোকদের মাধ্যম বলে দেয়। তার সাথে ইটভাটায় গিয়ে কথা বলতে গেলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ঐ স্থান থেকে সরে যায়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102