পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা-মদিনার পথে রওনা হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন।
মঙ্গলবার (২৭ মে, ২০২৫) তিনি দেশ ত্যাগ করবেন বলে জানিয়েছেন। এই উপলক্ষে সোমবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট কার্ডের মাধ্যমে তিনি তার সকল শুভাকাঙ্খী, সুহৃদ, সহযোদ্ধা ও রাজনৈতিক নেতাকর্মীদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ফেসবুক পোস্টে মুহাম্মদ গিয়াসউদ্দিন লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আগামীকাল রোজ মঙ্গলবার (২৭/০৫/২৫) পবিত্র হজ্জ পালনের জন্যে আমি মক্কা-মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছি, ইনশা আল্লাহ।”এই পবিত্র যাত্রার প্রাক্কালে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, “আল্লাহ যেন আমার এই হজ্জ কবুল করেন, সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন এবং আমাকে আত্মশুদ্ধির মাধ্যমে একজন ভালো মানুষ, একজন দায়িত্বশীল নাগরিক ও ন্যায়ের পথে অবিচল কর্মী হিসেবে ফিরিয়ে আনেন।
“হজকালীন সময়ে সরাসরি নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে থাকতে না পারার কথা উল্লেখ করে তিনি পোস্টে আরও বলেন, “এই সময়টিতে আমি সরাসরি আপনাদের সাথে থাকতে পারব না, তবে আমি বিশ্বাস করি, আপনারা সবাই দায়িত্বশীল ভূমিকা রেখে দেশের স্বার্থে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখবেন।”নিজের অনুপস্থিতিতে কোনো ঘাটতি বা কারো সঙ্গে দেখা না হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে গিয়াসউদ্দিন বলেন, “আমার অনুপস্থিতিতে যদি কারো সঙ্গে দেখা না হয় বা দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকে, তা ক্ষমাসসুন্দর দৃষ্টিতে দেখবেন।”হজ পালন শেষে সুস্থ শরীরে ফিরে এসে আবারও আগের মতোই সকলের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি লিখেছেন, “ফিরে এসে ইনশাআল্লাহ আবার আপনাদের পাশে থাকতে চাই আগের মতোই। ভালোবাসা ও দোয়া রইলো সবার জন্য।
“মুহাম্মদ গিয়াসউদ্দিনের এই পোস্টটি তার অনুসারী এবং দলের নেতাকর্মীরা কমেন্ট বক্সে তার সুস্থতা কামনা করেছেন এবং হজ কবুল হওয়ার জন্য দোয়া করেছেন।