নারায়ণগঞ্জে যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মীর জুমলা সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ সোমবার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সার্বিক নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে মীর জুমলা সড়কের দুই পাশে ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ সবজি বাজার এবং বিভিন্ন দোকানপাট সম্পূর্ণরূপে অপসারণ করা হয়। এর ফলে সড়কটি যান চলাচল ও পথচারীদের জন্য উন্মুক্ত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বিধি লঙ্ঘন করায় দুটি পৃথক মামলায় সর্বমোট ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়াও, শহরের পার্কিং সমস্যা সমাধানে জেলা প্রশাসন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। চাষাড়াস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও গ্র্যান্ড হল কর্তৃপক্ষের সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম বিস্তারিত আলোচনা করেন। ফলপ্রসূ আলোচনার পর, উভয় প্রতিষ্ঠান তাদের নিজ নিজ পার্কিং ব্যবস্থাপনার উন্নয়নে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ এবং ‘নো পার্কিং’ সাইনবোর্ড স্থাপনে সম্মত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ ৪ জন নিরাপত্তা কর্মী নিয়োগ দেবে এবং গ্র্যান্ড হল কর্তৃপক্ষ ২ জন নিরাপত্তা কর্মীর পাশাপাশি ‘নো পার্কিং’ সাইনবোর্ড স্থাপন করবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নগরীর শৃঙ্খলা ফেরাতে এবং যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই কার্যক্রমে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছে এবং প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে।