সোমবার (২৬ মে) বেলা ১২টায় নগরীর টানবাজার এলকাশ অবস্থিত ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত অফিস বেয়ারার নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হয়েছেন।
এম সোলায়মানের এই বিজয় তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সুতা ব্যবসায়ীদের কাছে তার গ্রহণযোগ্যতা প্রমাণ করে, এর আগে তিনি শতবর্ষী ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালনা পরিষদেও পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
বিশিষ্ট ব্যাবসায়ী ও শিল্পপতি এবং নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান, প্রবীর কুমার সাহার উপস্থিতিতে অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সিরাজুল হক হাওলাদার সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা এমরানুল হক মুন্নাকে হারিয়েছেন, যেখানে সিরাজুল হক হাওলাদার পেয়েছেন ১২ ভোট এবং মুন্না পেয়েছেন ৯ ভোট।
সহ-সভাপতি পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনজন নির্বাচিত হন। সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান খান মাহফুজ। ১৫ ভোট পেয়ে দ্বিতীয় সহ-সভাপতি হয়েছেন মো. মজিবুর রহমান, এবং ১৩ ভোট পেয়ে তৃতীয় সহ-সভাপতি হয়েছেন সঞ্জিত রায়। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য দুই প্রার্থী আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি এবং মাজহারুল ইসলাম জোসেফ প্রত্যেকে ৮টি করে ভোট পেয়েছেন।
নবগঠিত এই কমিটি বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সুতা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে আশা করছেন সূতা ব্যাবসায়ীরা।