শুক্রবার, ২০ জুন ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসনের অভিযান সিদ্দিকুর রহমান উজ্জ্বলের মায়ের মৃত্যুতে না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের শোক নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ নদী ভাঙ্গনের কবলে শান্তিনগর কবরস্থান নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত বন্দরে এমপি পুত্র আশার উদ্যোগে ৩১ দফা প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ফতুল্লায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা: বাবা-মা গ্রেফতার তাতীঁদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলের মাতৃবিয়োগে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক সোনারগাঁয়ে রতন হত্যা: ক্লুলেস মামলার আরও এক আসামি র‍্যাবের হাতে আটক জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি ঘোষনা

না’গঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের বর্ণাঢ্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩৯ 🪪

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ (সোমবার) নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মাশফাকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা এবং জেলা শিক্ষা অফিসার জনাব আতিকুর রহমান। এছাড়াও, প্রিপারেটরি স্কুলের শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “Science is a useful servant but a dangerous master.” তিনি বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এর যথাযথ প্রয়োগ একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। তিনি আরও বলেন, জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রসার এবং একটি মেধাবী প্রজন্ম গড়ে তুলতে জেলা প্রশাসন সর্বদা সহযোগিতা প্রদান করবে।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের উপস্থাপিত নানা প্রজেক্ট ও উদ্ভাবনী ধারণা পর্যবেক্ষণ করেন এবং তাদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।

আয়োজকরা জানান, এই বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে কার্যকর অনুপ্রেরণা জোগাবে এবং দেশে বিজ্ঞান শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102