নারায়ণগঞ্জ জেলার মীর জুমলা বাজারে কৃষি বিপণন আইন, ২০১৮ এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানে আইন অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বেশ কয়েকজন ব্যবসায়ীকে কৃষিপণ্য বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কাঁচা রশিদ ব্যবহারের মতো অনিয়ম করতে দেখা যায়। এই সকল অপরাধে মোট ৪ (চার) টি পৃথক মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ২৮,০০০/- (আটাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সার্বিক দিকনির্দেশনায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানটির নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাহিদ নিয়াজ শিশির।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে এবং কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়নে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।