নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অবৈধভাবে মালামাল ক্রয়-বিক্রয় এবং মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এক মোবাইল কোর্ট অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি সকল পণ্য ন্যায্য বাজারমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জ খালপাড় এলাকায় এক আকস্মিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এই অভিযান কার্যকরভাবে সম্পন্ন হয়। অভিযানের নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তামশিদ ইরাম খান।
অভিযানকালে, মেসার্স মেহেদী ট্রেডার্স নামক একটি গুদামে অনিয়ম পরিলক্ষিত হয়। দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো প্রকার বৈধ ক্রয় চালান বা মূসকের রশিদ ছাড়াই জনৈক ডিস্ট্রিবিউটরের নিকট থেকে বিপুল পরিমাণ মালামাল সংগ্রহ করে স্থানীয় বাজারে অবৈধভাবে বিক্রি করছিল। এই সুস্পষ্ট অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী মেসার্স মেহেদী ট্রেডার্সকে তাৎক্ষণিকভাবে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা হয়।
শুধু জরিমানা করেই ক্ষান্ত হননি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। গুদামে মজুদকৃত সকল পণ্য অবিলম্বে ন্যায্য বাজার মূল্যে সাধারণ ভোক্তাদের নিকট বিক্রয় করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ যেমন সঠিক মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন, তেমনই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অসাধু ব্যবসায়ীদের দ্বারা মূল্যবৃদ্ধির অপচেষ্টা রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থ রক্ষায় এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। কোনো অসাধু ব্যবসায়ী যেন অবৈধ উপায়ে মুনাফা অর্জন করতে না পারে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত থাকে, সে বিষয়ে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।
নিতাইগঞ্জের এই মোবাইল কোর্ট পরিচালনা স্থানীয় ব্যবসায়ী মহলে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং সাধারণ ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা যায়। প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা বাজারে স্বচ্ছতা ও ন্যায্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।