নারায়ণগঞ্জ শহরে মানহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। আজ (বৃহস্পতিবার) জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সুস্পষ্ট নির্দেশনায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানটি মূলত শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত বিভিন্ন মিষ্টি ও বেকারি পণ্যের দোকান এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিচালিত হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। পরিদর্শনে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে উক্ত আইনের ১৫ নং ধারা লঙ্ঘন করতে দেখা যায়, যা পণ্যের গুণগত মান এবং নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনে চলার সঙ্গে সম্পর্কিত।
আইন অমান্য করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে দোষী সাব্যস্ত করা হয়। বিএসটিআই আইন, ২০১৮-এর ২৭ নং ধারা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা করে সর্বমোট ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা জরিমানা ধার্য করা হয়। জরিমানার সম্পূর্ণ অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের স্বার্থে খাদ্যদ্রব্যের গুণগত মান নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে। এই পদক্ষেপ ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।