নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য, এডভোকেট জয়ন্ত কুমার ঘোষের পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোক সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার (২০ মে ২০২৫) সকালে সমিতির বার ভবনের নিচতলায় এই ভাবগম্ভীর পরিবেশে শোক সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির বিজ্ঞ আইনজীবী এডভোকেট সরকার হুমায়ূন কবীর।
এ সময় এডভোকেট সরকার হুমায়ূন কবীর প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষের কর্মময় জীবন, আইন পেশায় তার অবদান এবং সমিতির প্রতি তার অঙ্গীকার ও ভালোবাসার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, এডভোকেট জয়ন্ত কুমার ঘোষের মৃত্যুতে আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণীয় নয়। তার সততা, নিষ্ঠা ও অমায়িক ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শোক সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ আজিজ আল মামুন, সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ মাইনউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলম খান, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক এডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, ক্রীড়া সম্পাদক এডভোকেট মোঃ রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আসমা হেলেন বিথী, সমাজসেবা সম্পাদক এডভোকেট মোঃ ফজলুর রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক মল্লিক শিপলু এবং কার্যকরী সদস্য এডভোকেট ফাতেমা খাতুন, এডভোকেট নুরুল কাদির সোহাগ, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট আক্তার হোসেন ও এডভোকেট মোহাম্মদ সুমন মিয়াসহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
উপস্থিত সকলেই প্রয়াত এডভোকেট জয়ন্ত কুমার ঘোষের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভার শেষে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।