ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) অংকুর কুমার ভট্টাচার্য্য ও এসআই (নিঃ) মোঃ সোহেল মিয়ার নেতৃত্বে একটি দল রূপগঞ্জ থানার গাউছিয়া এলাকায় অবস্থান করছিল। রাত আনুমানিক ০২.৪৫ ঘটিকার সময় তারা সংবাদ পান যে, লাভড়াপাড়া সাকিনের মাদক কারবারি মোঃ ইউসুফ মিয়ার (৩০) গোয়ালঘরে কতিপয় ব্যক্তি গাঁজা ও ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিবির দলটি তাৎক্ষণিকভাবে রাত আনুমানিক ০৩.১০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে মোঃ ইউসুফ মিয়াকে (৩০), পিতা- মুকুল ওরফে মকবুল মিয়া, সাং- লাভড়াপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে ডিবি পুলিশ সদস্যরা আটক করতে সক্ষম হয়। তবে, এসময় ঘটনাস্থলে উপস্থিত অপর দুই মাদক কারবারি মোঃ ইব্রাহিম বাবু (২৮) ও মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান (২৬) সুকৌশলে পালিয়ে যায়।
পরে ধৃত মাদক কারবারি মোঃ ইউসুফ মিয়ার দেখানো মতে, তার গোয়ালঘর থেকে ১৩টি পুটলায় থাকা মোট ৫২ কেজি গাঁজা (প্রতি পুটলায় ৪ কেজি) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়াও, ৩টি পাটের বস্তার ভেতর থেকে মোট ৫২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়, যার বাজারমূল্য আরও ১৫ লক্ষ ৬০ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে ইউসুফ মিয়া স্বীকার করে যে, সে পলাতক আসামি মোঃ ইব্রাহিম বাবু এবং মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমানের সহযোগিতায় দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে রূপগঞ্জসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ইউসুফ মিয়া এবং পলাতক দুই আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(গ)/১৪(গ)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইউসুফ মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।