নারায়ণগঞ্জ নগরীর নয়ামাটি এলকায় ক্রমবর্ধমান সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এর প্রতিবাদে এবং অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গত রবিবার (১৮ মে) দুপুরে নয়ামাটি সংলগ্ন করিমউল্লাহ মার্কেট এলাকায় এক আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। হোসিয়ারী শিল্প, নিটিং ও প্রিন্টিং খাতের ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এই সভার আয়োজন করেন।
প্রতিবাদ সভায় ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করে ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ ও শঙ্কামুক্ত পরিবেশ তৈরির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি মোঃ বদিউজ্জামান বদু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি মোঃ কবির হোসেন খাঁন। বাংলাদেশ হোসিয়ারি সমিতির সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু’র সভাপতিত্বে এবং পারভেজ মল্লিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মোঃ দুলাল মল্লিক, মোঃ মনির হোসেন, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, হাজী মোঃ শাহিনসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
হোসিয়ারী সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে একাত্মতা প্রকাশ করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “এই এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি চলতে থাকলে আমাদের পক্ষে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তাই অবিলম্বে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিয়ে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।”
ক্ষুব্ধ ব্যবসায়ীরা আরও বলেন, “আমাদের ঐক্যবদ্ধভাবে এসব অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দাবি মানা না হলে এবং পরিস্থিতির উন্নতি না ঘটলে প্রয়োজনে আমরা লাঠি ও বাঁশি নিয়ে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হব।”
আলোচনা ও প্রতিবাদ সভা শেষে, হোসিয়ারী সমিতির নেতৃবৃন্দকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মানিত করেন স্থানীয় ব্যবসায়ীরা। এই প্রতিবাদ সভার মাধ্যমে নয়ামাটি এলাকার ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা ও স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার আকুতি প্রশাসনের কাছে তুলে ধরেছেন।