সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সহযোদ্ধাদের প্রতিহত করলে কঠিন প্রতিরোধ গড়া হবে : আব্দুল্লাহ আল আমিন না’গঞ্জে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা করোনা-ডেঙ্গু উদ্বেগ: এইচএসসি পরীক্ষায় মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা মাসুদ রানা বাবুর শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াত কার্যকরী ভূমিকা পালন করবে- মাওলানা আবদুল জব্বার ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন সোনারগাঁ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে বিয়ে ও প্রতারণা, রূপগঞ্জে ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার না’গঞ্জে অবৈধ ব্যানার- ফেস্টুন অপসারণে জেলা প্রশাসনের বিশেষ অভিযান আড়াইহাজার জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ। সন্ত্রাসী যেই দলেরই হউক তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে নাহলে পরিস্থিতি ভয়াবহ হবে- মাওলানা আবদুুল জব্বার

না’গঞ্জে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১০৮ 🪪

নারায়ণগঞ্জে ইউজিসি অনুমোদিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবিত মেডিকেল কলেজ মাঠ পর্যায়ে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে প্রকল্পগুলোর কাজ শুরু করে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আলিফ দেওয়ান। তিনি বলেন, “২০১৮ সালে নারায়ণগঞ্জে তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রকল্পের অনুমোদন হয়েছিল। ২০২০ সালে তা অনুমোদিত হয় এবং ২০২৩ সালে বাজেট পাস করা হয়। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও আইটি ইনস্টিটিউট ছিল। কিন্তু জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দুঃখজনকভাবে প্রকল্পগুলো স্থগিত হয়ে যায় এবং বরাদ্দকৃত জায়গাগুলো বর্তমানে অন্য কাজে ব্যবহার হচ্ছে।”

আলিফ দেওয়ান আরও বলেন, “আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, যেহেতু এটি একটি অনুমোদিত প্রকল্প, তাই অন্ততপক্ষে প্রকল্পের জন্য জায়গা বরাদ্দ এবং প্রাথমিক খসড়া প্রণয়নের কাজ শুরু করা হোক। বাস্তবায়নে যতদিন সময় লাগুক, আমরা নারায়ণগঞ্জবাসী অপেক্ষা করতে প্রস্তুত। কিন্তু আমাদের স্বপ্ন যেন কোনোভাবেই ধূলিসাৎ না হয়।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জিসান হোসেন, সরকারি তোলারাম কলেজের মাস্টার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী মো. রাব্বী ইসলাম নিলয়, মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজুর রহমান, কোচিং সেন্টারের শিক্ষক কামরুল ইসলাম ও জিহাদ আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।

অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, তারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন এবং শুধুমাত্র নারায়ণগঞ্জের সাধারণ মানুষের শিক্ষা ও উন্নয়নের স্বার্থে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তাদের দাবি, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলার শিক্ষা ও চিকিৎসাসেবায় আমূল পরিবর্তন আসবে এবং নতুন প্রজন্মের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102