মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে প্রকল্পগুলোর কাজ শুরু করে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আলিফ দেওয়ান। তিনি বলেন, “২০১৮ সালে নারায়ণগঞ্জে তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রকল্পের অনুমোদন হয়েছিল। ২০২০ সালে তা অনুমোদিত হয় এবং ২০২৩ সালে বাজেট পাস করা হয়। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও আইটি ইনস্টিটিউট ছিল। কিন্তু জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দুঃখজনকভাবে প্রকল্পগুলো স্থগিত হয়ে যায় এবং বরাদ্দকৃত জায়গাগুলো বর্তমানে অন্য কাজে ব্যবহার হচ্ছে।”
আলিফ দেওয়ান আরও বলেন, “আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, যেহেতু এটি একটি অনুমোদিত প্রকল্প, তাই অন্ততপক্ষে প্রকল্পের জন্য জায়গা বরাদ্দ এবং প্রাথমিক খসড়া প্রণয়নের কাজ শুরু করা হোক। বাস্তবায়নে যতদিন সময় লাগুক, আমরা নারায়ণগঞ্জবাসী অপেক্ষা করতে প্রস্তুত। কিন্তু আমাদের স্বপ্ন যেন কোনোভাবেই ধূলিসাৎ না হয়।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জিসান হোসেন, সরকারি তোলারাম কলেজের মাস্টার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী মো. রাব্বী ইসলাম নিলয়, মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজুর রহমান, কোচিং সেন্টারের শিক্ষক কামরুল ইসলাম ও জিহাদ আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।
অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন, তারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন এবং শুধুমাত্র নারায়ণগঞ্জের সাধারণ মানুষের শিক্ষা ও উন্নয়নের স্বার্থে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তাদের দাবি, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলার শিক্ষা ও চিকিৎসাসেবায় আমূল পরিবর্তন আসবে এবং নতুন প্রজন্মের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হবে।