নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় র্যাব-১১-এর অভিযানে আসামি তুহিন মিয়া (৩২) গ্রেপ্তার হয়েছে। গত ১ মে রাতে পাগলা বাজারে এই হামলার পর থেকেই তদন্ত চলছিল।
গত ১ মে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা বাজারে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু (৫৪) তার গাড়িতে উঠার সময় অজ্ঞাতনামা তিন সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে এসে তার গাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুলিতে নান্টুর বাম হাত, বুক ও পেটে গভীর আঘাত লাগে। তাকে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেলে রেফার করেন। পরে পথেই তার অবস্থার অবনতি হলে আজগর আলী হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
ঘটনার পর নান্টুর ভাই নুরুল ইসলাম ফতুল্লা থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন (মামলা নং-৯, ৩ মে ২০২৫, ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৪ দণ্ডবিধি)। র্যাব-১১-এর গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ও গোপন সূত্রের সাহায্যে আসামি তুহিন মিয়াকে শনাক্ত করে।
আজ (১৬ মে) নারায়ণগঞ্জের পিলকুনি এলাকা থেকে তুহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তুহিন ঢাকার শ্যামপুরের বাসিন্দা এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় বিস্ফোরক আইন, হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ ৮টি মামলা রয়েছে। তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, মূল হোতা ও সহযোগীদের গ্রেপ্তারে জোর তদন্ত চলছে।