নারায়ণগঞ্জ বন্দর থানার নাসিক ২২নং ওয়ার্ড নুরবাগ এলাকার সমসাময়িক বিষয় নিয়ে স্পষ্ট বিবৃতি জানিয়েছে “নুরবাগ ছাত্র-যুব সংগঠন” এর নেতৃবৃন্দ।
সামাজিক এই সংগঠনটির স্পষ্ট বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রিয় এলাকা আজও শান্তি, ভ্রাতৃত্ব ও আইনের শাসনের মাটিতে দাঁড়িয়ে আছে, এবং কোনো মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, মাদকসেবী, পাতি মাস্তান কিংবা অন্যায়-অত্যাচারের হোতা এই মাটিকে কলুষিত করতে পারবে না।
যারা দীর্ঘদিন ধরে সমাজে মাদক ছড়িয়ে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাস আর জোর-জুলুম চালিয়ে মানুষকে ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা করেছে—তার জন্য এই বিবৃতি স্পষ্ট ও কঠোর হুঁশিয়ারি।
তারা আরো বলেন “আমরা জনগণ তার সকল অপকর্ম, প্রতারণা এবং আধিপত্য বিস্তারের পরিকল্পনাকে শক্ত হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ।”
এই সমাজ কারো একার না, এই মাটি শান্তিপ্রিয় মানুষের। যদি কেউ কোনো ভয়ভীতি দেখিয়ে, সন্ত্রাসী, কিংবা মাদক ব্যবসার মাধ্যমে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন—তাহলে বলছি, “তার সময় ফুরিয়ে এসেছে।”
আইনের হাত অনেক দীর্ঘ, এবং জনগণের ধৈর্য সীমিত। প্রয়োজনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের একজোট করে আমরা এই অপরাধী চক্রকে নির্মূল করবো।
“এই এলাকা কোনো অপরাধীর ঘাঁটি হবে না, বরং হবে ন্যায়ের দুর্গ।” আমরা চোখ বন্ধ করে বসে থাকবো না—আমরা জেগে উঠেছি। এই সমাজের প্রতিটি ঘরে ঘরে প্রতিবাদের আগুন জ্বলবে, অন্যায়ের বিরুদ্ধে সৎ সাহসিকতায় রুখে দাঁড়াবে।
এটা আমাদের শেষ হুঁশিয়ারি—”পরিবর্তন হও, না হয় প্রস্তুত হও চরম পরিণতির জন্য।”