নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০০৯ সালের ২০ আগস্ট চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাল নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় দীর্ঘ ১৪ বছরের বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল হক দুপুরে এ রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজনকে খালাস দেওয়া হয়েছে ।
২০০৯ সালের ২০ আগস্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামক একটি রাইস মিলের মালিক নুরুল হক মোল্লালকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং পুলিশ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ।
দীর্ঘদিন ধরে চলা বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আজ আদালত চূড়ান্ত রায় দেন। রায়ে:২ জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ১ জনকে খালাস দেওয়া হয়েছে ।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সব আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিচারক মোমিনুল হক মামলার জটিলতা ও প্রমাণের ভিত্তিতে এ সাজা নির্ধারণ করেন ।