নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহৃত ৪ মাসের শিশু মাসকুরা বিন তিশাকে উদ্ধার করেছে র্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানিক দল। অপহরণের ৭ দিন পর নারায়ণগঞ্জ সদর থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, বাদী পশ্চিম মাসদাইরের ফারিয়া গার্মেন্টসে চাকরি করেন এবং তার স্বামী মিশুক চালান। দৈনন্দিন রুটিন অনুযায়ী, তারা তাদের দুই মেয়ে—১০ বছরের মরিয়ম ও ৪ মাসের মাসকুরা বিন তিশাকে বাড়িতে রেখে কর্মস্থলে যান। প্রতিদিন মরিয়ম তার ছোট বোনকে দুধ খাওয়ানোর জন্য মায়ের কাছে নিয়ে যেত।
৭ মে, ২০২৫ তারিখ সকাল ৯টার দিকে বাদীনী ও তার স্বামী কাজে গেলে মরিয়ম তার বোনকে নিয়ে ফারিয়া গার্মেন্টসের সামনে যায়। সকাল ১০:৩০ নাগাদ মরিয়ম কাঁদতে থাকলে বাদীনী বের হয়ে এসে জানতে পারেন, দুই অজ্ঞাত নারী মাসকুরাকে কিছু কাপড় কিনে দেওয়ার কথা বলে মরিয়মকে পলিথিন আনতে পাঠায়। মরিয়ম ফিরে এসে দেখে, তার ছোট বোনকে নিয়ে ওই দুই নারী চলে গেছে।
এ ঘটনায় র্যাব-১১, সদর কোম্পানী ও পুলিশের যৌথ দল তদন্ত শুরু করে। ১৪ মে, রাত ৯:৫০-এ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুর শাহী মসজিদ ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মাহামুদা (৩০) ও তার স্বামী আসাদুল (৩৫)-কে। তাদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।