নারায়ণগঞ্জে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, লবণ মিল মালিক পরিতোষ কান্তি সাহা ও চামড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবণ মজুদ আছে। চামড়া সংরক্ষণের জন্য নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত রাখা যাবে। বিসিক, প্রাণিসম্পদ ও সিটি করপোরেশনের সমন্বয়ে এসব স্থানের তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, চামড়া দেশের রপ্তানি ও স্থানীয় শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল। তাই এটি যাতে নষ্ট না হয়, সেদিকে সবার সতর্ক থাকা জরুরি।
চাঁদাবাজি রোধে কঠোর অবস্থান জানিয়ে জেলা প্রশাসক সতর্ক করে দেন, কোরবানির চামড়াকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে বা জোরপূর্বক চামড়া সংগ্রহ করলে তা কঠোরভাবে দমন করা হবে। এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এবারের ঈদুল আজহায় চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রয়াসের ওপর জেলা প্রশাসক গুরুত্বারোপ করেন।