বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ধানের শীষের প্রচারণায় আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জ কদমতলীতে ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার গণসংযোগ ফতুল্লার গাবতলীতে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের পক্ষে গণসংযোগ না’গঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ: মাসুদুজ্জামানের নেতৃত্বে জনসমর্থন জোরদার ছাত্রনেতা সাইদুর রহমান আক্রান্ত: প্রশাসনের ব্যর্থতায় ছাত্র ফেডারেশনের উদ্বেগ ও ক্ষোভ নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র নিয়েছেন কবি নিরব রায়হান নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক পদে মোঃ রায়হান কবিরের দায়িত্ব গ্রহণ  আগুনের রাজনীতি মেনে নেওয়া হবে না: আবু জাফর আহমেদ বাবুল সব হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশেই হয়েছে: অ্যাড. সাখাওয়াত হোসেন খান সাবেক ছাত্রনেতা খায়রুল কবির মুন্না ডেঙ্গু আক্রান্ত: পরিবারের দোয়া কামনা

সাংবাদিক জিসানের জামিন নামঞ্জুর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২৫ 🪪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

 

বুধবার (১৪ মে) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

একই মামলায় গ্রেপ্তার জিসানের বাবা মো. হানিফ (৫০) ও চাচা জনপ্রিয় অনলাইন কনটেন্ট ক্রিয়েটর শওকত মিথুনের (৩৬) জামিন আবেদনও আদালত নাকচ করেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে গত সোমবার দিবাগত রাতে নগরীর শহীদনগর এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন জান্নাতুল ফেরদৌস জিসান (২১)। তিনি স্থানীয় অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’র সংবাদদাতা এবং প্রথম আলো পত্রিকার পাঠক সংগঠন বন্ধুসভার পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক। কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’তেও কন্ট্রিবিউটর হিসেবে জিসান লেখালেখি করে বলে জানান তার পরিবারের সদস্যরা।

উচ্চ মাধ্যমিক পাস করার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জিসান জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলনের সময় পায়ে আঘাতপ্রাপ্তও হন জিসান।

তাদের পক্ষে আদালতে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আওলাদ হোসেন ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

আওলাদ হোসেন বলেন, “আমরা আদালতে জামিনের প্রার্থনা করেছিলাম। জিসান একজন সাংবাদিক এবং গত বছরে বৈষম্যবিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। মিথুনের ভিডিওগুলো আন্দোলনকারীদের অনুপ্রেরণা জুগিয়েছে। এই আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই।”

সাংবাদিক জিসানকে এ ধরনের ‘মিথ্যা মামলায়’ সম্পৃক্ত করার মধ্য দিয়ে গণমাধ্যমের স্বাধীনতায় ‘হস্তক্ষেপ’ করা হয়েছে বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতা ও প্রবীণ আইনজীবী মাহবুবুর রহমান মাসুম।

তিনি বলেন, “আদালতে ঘটনার প্রাসঙ্গিকতা নিয়ে আমরা কথা বলেছি। এইখানে পিও মানে ঘটনাস্থল দুইটা। মামলা হবার কথা ছিল দুইটা। কিন্তু সেখানে দুইটা ঘটনাস্থলকে একসাথে করে পুলিশ মামলা করেছে। ওইদিন কারা পুলিশের গাড়িতে ঢিল ছুড়েছে, লাঠিসোটা নিয়ে দৌড়াদৌড়ি করেছে তা শহরবাসী দেখেছে, এবং তা পত্র-পত্রিকায় এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। এইটাও আমরা কোর্টকে বলেছি। গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালন করতে জীবনের ঝুঁকি নিতে হয়। ওইদিন তো ঘটনাস্থলে অসংখ্য গণমাধ্যমকর্মীরা ছিল। তাহলে জিসান কেন এই মামলার আসামি হবে? এই ঘটনায় তার আসামি হওয়াটা অবান্তর, এইটাও আদালতকে বলেছি। জিসানকে ভিক্টিম করে সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে মনে করি।”

গত ৮ মে রাতে আইভীকে গ্রেপ্তার করতে নগরীর দেওভোগে তার পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ গেলে তার সমর্থক ও স্থানীয় এলাকাবাসী বাধা দেন। আইভীও ‘রাতের আঁধারে’ কোথাও যাবেন না বলে জানান। পরে সকালে স্বেচ্ছায় গাড়িতে ওঠেন তিনি। তাকে নিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় কালিরবাজার মোড়ে পুলিশের গাড়িবহরে হামলা করা হয়। এতে পুলিশসহ আইভীর বেশ কয়েকজন সমর্থক আহত হন।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102