নারায়ণগঞ্জ ল’ কলেজের ফাইনাল বর্ষের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার (১৩ মে) দুপুরে তারা আদালত প্রাঙ্গণে গিয়ে বিভিন্ন কক্ষ ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় কলেজের ভাইস প্রিন্সিপ্যাল এডভোকেট সালাউদ্দিন সবুজ, প্রভাষক এডভোকেট রাসেল প্রধান, এডভোকেট নজিবুল্লাহ বিপু প্রমুখ শিক্ষার্থীদের সহযোগিতা করেন। এডভোকেট সালাউদ্দিন সবুজ ও এডভোকেট রাসেল প্রধান জানান, আদালতের কার্যক্রম হাতে-কলমে দেখানোর উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। তারা বলেন, আমরা শিক্ষার্থীদের ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, জিআর সেকশন, পিআর সেকশনের কার্যবিধি সম্পর্কে ধারণা দিয়েছি, যাতে তারা ভাইভা পরীক্ষায় ভালো করতে এবং আইন পেশায় সফল হতে পারে।
শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে এই উদ্যোগের প্রশংসা করে কলেজ কর্তৃপক্ষ তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।