নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রামারবাগ এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উপর মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান করতে গেলে নেতাকর্মীরা ছুরিকাঘাতসহ সন্ত্রাসী হামলার শিকার হন।
হামলাকারীদের মধ্যে স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার রবিন (পিতা কলিম উদ্দিন উরফে কইল্লা), জান্নাত (পিতা ফারুক), সোহেল (পিতা ওলি মিয়া), রাজু (পিতা মৃত সেলিম), ইমন (পিতা ইসরাফিল) ও হৃদয় (পিতা আনোয়ার মাষ্টার)সহ অজ্ঞাতনামা সহযোগীরা রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার শিকার ব্যক্তিদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুতুবপুর ৯নং ওয়ার্ড সাংগঠনিক ইউনিয়নের উপদেষ্টা আলমগীর হোসেন, সহ-সভাপতি মোশাররফ হোসেন ও সেক্রেটারি আবুল বাশারসহ অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে আজ ফতুল্লার লালখাঁ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক শওকত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা প্রশাসনের প্রতি সতর্কতা জারি করে বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে কোনোভাবেই হামলার মাধ্যমে দমিয়ে রাখা যাবে না। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর পদক্ষেপের দাবি জানান।