সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে আওয়ামী দোসররা বিএনপিতে বন্ধ হচ্ছে না অনুপ্রবেশ সহযোদ্ধাদের প্রতিহত করলে কঠিন প্রতিরোধ গড়া হবে : আব্দুল্লাহ আল আমিন না’গঞ্জে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, ১০ হাজার টাকা জরিমানা করোনা-ডেঙ্গু উদ্বেগ: এইচএসসি পরীক্ষায় মাস্ক-স্যানিটাইজার বাধ্যতামূলক সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা মাসুদ রানা বাবুর শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াত কার্যকরী ভূমিকা পালন করবে- মাওলানা আবদুল জব্বার ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন সোনারগাঁ উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে বিয়ে ও প্রতারণা, রূপগঞ্জে ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার না’গঞ্জে অবৈধ ব্যানার- ফেস্টুন অপসারণে জেলা প্রশাসনের বিশেষ অভিযান আড়াইহাজার জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ।

সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তারের সময় হামলার ঘটনায় মামলা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৫৫ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা দেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ মামলায় অভিযুক্ত ৩ জনকে আটক করেছে।

মঙ্গলবার (১৩ মে) জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন মৃধা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আটককৃতরা হলেন: নরসিংদী সদর শহরের শহীদ নগর ১নং গলির মো. হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), একই এলাকার কাশেমের ছেলে হানিফ (৪০) এবং ১৮নং ওয়ার্ডের আব্দুল হাইয়ের ছেলে শওকত মিথুন (৪৩)। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে আরও ২০০ অজ্ঞাত আসামিকে অভিযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য তদন্ত চলছে।

গত বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টার দিকে সাবেক মেয়র আইভীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক হত্যা মামলায় তিনি অভিযুক্ত। পুলিশ তার দেওভোগের চুনকা কুটির বাসায় গেলে তার সমর্থকরা সড়ক ব্যারিকেড দিয়ে বাধা সৃষ্টি করে। শুক্রবার সকালে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলা হয়, যাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আদালতের নির্দেশে আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। গত সোমবার (১২ মে) তার জামিন আবেদন আদালত নাকচ করে দেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102